পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী’র
Comments are closedজাতীয় স্বার্থের পাশাপাশি বিনিয়োগকারীদের নিজেদের স্বার্থেই পুঁজিবাজার সংশ্লিষ্ট কর্মকাণ্ডে আরো বেশি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল নিজ কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ ও ভারতের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য প্রয়োজন ব্যাপক বিনিয়োগ। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল পর্যায়ে উন্নীত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।