পুলিশ হত্যায় উদ্বেগ ওবামার
Comments are closed
যুক্তরাষ্ট্রে একের পর এক পুলিশ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে- এ ধরনের সহিংসতার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে, জাতিবিদ্বেষ না ছড়িয়ে সবাইকে শান্ত থাকারও আহ্বানও জানান তিনি। যুক্তরাষ্ট্রের ব্যাটন রুজ শহরে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ সদস্য নিহতের পর এমন এমন আহবান জানান তিনি। এতে আহত হয় আরও সাত পুলিশ সদস্য। পরে, পাল্টা গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় বন্দুকধারী। এরআগে, চলতি মাসের প্রথম সপ্তাহে, এই ব্যাটন রুজ শহরেই অ্যালটন স্টারলিং নামের এক কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যা করে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, হাত উঁচিয়ে আত্মসমর্পণ করার পরও, তাকে হত্যা করা হয়। এর প্রতিবাদে দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভের মধ্যেই, ডালাস শহরে স্নাইপার হামলায় পাচ পুলিশ সদস্য নিহত হয়।