পুলিশ হত্যা মামলায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
Comments are closedআশুলিয়ায় চেকপোস্টে পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটিও। অজ্ঞাত নামা দুই মোটরসাইকেল আরোহী হামলকারীর বিরুদ্ধে গতরাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেছেন থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম। এদিকে কর্তব্যে অবহেলার কারণে আশুলিয়া থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমানকে গতকালই ক্লোজ করা হয়েছে। হামলায় হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য নুরে আলমের অবস্থা এখনও সংকটাপন্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।