পূঁজিবাজার নিম্নমুখী
Comments are closedসূচকের পতনের মধ্য দিয়ে শেষ হল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন। মোট লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার। যার মধ্যে দাম কমেছে ১৪৯টি’র এবং বেড়েছে ১২৯টি’র। ডিএসই-এক্স সূচক কমেছে ১১ পয়েন্ট। ঢাকার শেয়ার বাজারে শীর্ষ ছিল বিএটিবিসি, গ্ল্যাক্সোস্মিথ ও রেকিড বেনকাইজার। একই অবস্থা ছিল চট্টগ্রাম শেয়ার বাজারেও। সিএসই-এক্স সূচক কমেছে ২৬ পয়েন্ট।