পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
Comments are closedকুমিল্লার লাকসাম পৌর এলাকার চিলোনিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। সকালে নোয়াখালী থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন শিশু, একজন পুরুষ ও একজন নারী মারা যান। আর, লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও দুই শিশুর। আহত বাকী দুজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায় নি।