পৌর নির্বাচনে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত এখনও জানায়নি বিএনপি
Comments are closedদলীয় প্রতীক ও মনোনয়নের ভিত্তিতে স্থানীয় নির্বাচনে যাওয়ার নীতিগত সিদ্ধান্তের কথা এখনও জানায়নি বিএনপি। গতকাল রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠি ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। কিন্ত কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। তবে, আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে জোটের অবস্থান তুলে ধরবেন জোট নেত্রী বলে জানিয়েছেন দলের একাধিক সিনিয়র নেতা।