প্যারিসে হামলার সম্ভাব্য মূল পরিকল্পনাকারী আবদেল হামিদ আবাউদ নিহত
Comments are closedযৌথ বাহিনীর অভিযানে প্যারিসে হামলার সম্ভাব্য মূল পরিকল্পনাকারী আবদেল হামিদ আবাউদ নিহত হয়েছেন বলে দাবি করেছেন ফ্রান্স কর্তৃপক্ষ। গতকাল দেশটির সেইন্ট ডেনিশ এলাকায় এ অভিযানে আবাউদ নিহত হয় বলে খবরে জানিয়েছে বার্তাসংস্থা ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স। দুজন সরকারি গোয়েন্দার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার ভোরে ওই এলাকায় ফরাসি পুলিশের বিশেষ বাহিনীর অভিযানের সময় এ ঘটনা ঘটে। এতে আবাউদ ছাড়াও আরো একজন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।