প্যারিস হামলার সন্দেহভাজন আব্দেসালাম আটক
Comments are closedপলাতক থাকার চার মাস পর প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আব্দেসালামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। বেলজিয়ামের ব্রাসেলসের মোলেনবেক এলাকা থেকে তাকে আটক কের দেশটির পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ হন তিনি। গেল বছরের ১৩ নভেম্বর প্যারিসের বিভিন্ন স্থানে আত্মঘাতি বোমা হামলায় ১শ ৩০ জন নিহত হওয়ার পর থেকে বেলজিয়ামে লুকিয়ে ছিলেন সালাহ আব্দেস সালাম।