প্রতারণার অভিযোগে বিমানবাহিনীর সাবেক সদস্যসহ আটক ৪
Comments are closedবিমানবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিমানবাহিনীর সাবেক এক সদস্যসহ চার জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া প্রতারণার শিকার ৪৪ জনকে উদ্ধারও করা হয়েছে। পুলিশ জানায়, অভিযানে বিপুল সংখ্যক রেভিনিউ স্ট্যাম্প ও সিল জব্দ করা হয়। আটকদের মধ্যে একজন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রয়েছেন।