প্রতিদিন আড়াই হাজার গ্রহন করবে স্লোভেনিয়া
Comments are closedপ্রতিদিন আড়াই হাজারের বেশী শরণার্থী গ্রহণ করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে স্লোভেনিয়া সরকার। একই সঙ্গে দেশটি সতর্ক করে দিয়ে বলছে, তাদের পক্ষে আর অনির্দিষ্ট সংখ্যক শরণার্থী গ্রহণ করা সম্ভব নয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানায়, হাঙ্গেরী তাদের সীমান্ত বন্ধ করার পর প্রতিদিন পাঁচ হাজার শরণার্থী গ্রহণ করতে আহবান জানিয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু ক্রোয়েশিয়ার এ অনুরোধ রাখা সম্ভব নয় বলে জানিয়ে দেন তারা।