প্রতিবন্ধীদের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান সায়মা ওয়াজেদের
Comments are closedপ্রতিবন্ধী শিশুদের উন্নয়নে বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশের অটিজম বিষয়ক পরামর্শক কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে ‘অটিজম মোকাবিলা: এসডিজির আলোকে বিশ্ব সম্প্রদায়ের কৌশল’ শীর্ষক এক হাইলেভেল ইভেন্টে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। এসময়, অটিজম আক্রান্ত শিশু- কিশোরদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে না পারলে বিশ্বের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন অটিজম বিষয়ক পরামর্শক কমিটির এই চেয়ারপারসন।