প্রতিবন্ধীদের সহায়তায় বিত্ত্ববানদের এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর
Comments are closedজাতীয় পরিচয় পত্রের মতোই আলাদা একটি পরিচয় পত্র প্রতিবন্ধীদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী মোবাইল থেরাপি ভ্যান এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর এ কার্ড তুলে দেন তিনি। এসময়, একজন সুস্থ্য মানুষ যে নাগরিক সুবিধা ভোগ করেন, একজন প্রতিবন্ধীর জন্যও সে সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিবন্ধীদের সহায়তায় ও সুরক্ষায় সরকারের পাশাপাশি বিত্ত্ববানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এ পর্যন্ত দেশে ৬ লাখ প্রতিবন্ধী ৫০০ টাকা করে ভাতা পাচ্ছেন, যা আগামীতে বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।