প্রতিযোগিতা মুখ্য নয়ঃ শাকিব খান
Comments are closed
ঈদ উপলক্ষে সারদেশে মুক্তি পেতে যাচ্ছে চারটি ছবি। যৌথ প্রযোজনায় শিকারী ও বাদশার পাশাপাশি বাংলাদেশের একক প্রযোজনায় রয়েছে, সম্রাট ও মেন্টাল। চলচ্চিত্র দুটিতে শাকিবের বিপরিতে অভিনয় করেছেন, তিশা আর অপু। ইউটিউবে এরই মধ্যে সিনেমা দুটির ট্রিজার পেয়েছে দর্শকপ্রিয়তা। যা নিয়ে আশাবাদি ছবির কলাকুশলীরা।
একটি প্রতিবেদনকে কেন্দ্র করে চলচ্চিত্র,মেন্টাল। যেখানে দেখা যাবে, ভিনদেশিদের হাতে দেশের মূল্যবান খনিজ সম্পদ তুলে দেয়া পাচারকারীদের নিয়ে প্রতিবেদন তৈরী করে সিমি। প্রতিবেদনটির জন্য সিমিসহ পুরো পরিবারকে ভোগ করতে হয় নির্মম অত্যাচার । আর সিমির চরিত্রে রূপায়ণ করেছেন নুসরাত ইমরোজ তিশা।
শাকিব-তিশা ছাড়াও ছবিটিতে আরও দেখা যাবে, মৈাসুমী হামিদ আর কন্ঠশিল্পী পড়শীকে। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে সিনেমার ট্রেলার আর গান। যে দেখে ছবির মেকিং, গানের চিত্রায়ন, অ্যাকশন দৃশ্যসহ বেশ কিছু কারিগরি দিক নিয়ে উঠছে প্রশ্ন। তবে, আকাশ সেনের গাওয়া, আমার মতো কে আছে বলো গানটি পেয়েছে দর্শকপ্রিয়তা।
এদিন,শাকিবের আরও দুটি বিগ বাজেটের সিনেমা মুক্তি নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করলেও-শাকিব বলেন- চার-পাচটি সিনেমা সবসময়ই ছিল। কিন্তু আমি চাই বিশেষ দিনে একটি ছবিই আসুক । আর প্রতিযোগীতায় আমি কখনোই যাইনা । কে পড়ল, কে উঠল, কে এগিয়ে গেল তা নিয়ে আমি কখনোও ভাবি না। আমি নিজে কতটুকু এগিয়েছি , নিজেকে কতটা নতুন উপস্থাপন করতে পারব সেটাই আমার লক্ষ্য।
ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা নির্মাতা মোস্তফা কামাল রাজের ২য় সিনেমা সম্রাট-দ্যা কিং ইজ হেয়ার। অ্যাকশন,থ্রিলার আর প্রেমের গল্প নিয়ে নির্মিত চলচ্চিটির টিজার এরই মধ্যে পেয়েছে, দর্শকপ্রিয়তা। শাকিব আর অপুর নতুন অ্যাকশন লুক মন ভুলিয়েছে দর্শকদের। শাকিব অপুর পাশাপাশি নতুন জুটি অপু ইন্দ্রনীলের কেমেস্ট্রি, লোকেশনের ভিন্নতা ও গানের চিত্রায়ন সব মিলিয়ে উচ্চাশা দর্শকমনে।
পরিচালনার পাশাপাশি ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। একজন গ্যাংস্টারের কর্মকান্ড নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। সম্রাটের প্রভাব ও তার ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে আন্ডার ওয়ার্ল্ডের একমাত্র অধিপতি হতে চায় মিশা সওদাগর। কিন্তু তার একার পক্ষে তা প্রায় অসম্ভব। ঠিক তখনই তৃতীয় পক্ষ হিসাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রাজা। সম্রাটের চরিত্রে শাকিব আর রাজার ভূমিকায় থাকবেন ইন্দ্রনীল।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন আলীরাজ, সুব্রত, শিমুল খান, কাবিলা, ডিজে সোহেলসহ আরও অনেকে। প্রযোজনা করছে টাইগার মিডিয়া।
ঈদে সম্রাট আর মেন্টালের পথ চলা কতটা বন্ধুর হবে – তা এখন দেখার পালা। কারণ দুটি ছবিকেই পাল্লা দিতে জাজ মাল্টিমিডিয়ার বিগ বাজেটের চলচ্চিত্র শিকারী এবং বাদশার সঙ্গে ।