প্রতিশোধ নেয়ার ঘোষনা দিলেন নওয়াজ শরিফ
Comments are closedপাকিস্তানের লাহোরে আত্মঘাতী বোমা হামলায় জড়িতদের বিরুদ্ধে সরকার চরম প্রতিশোধ নেবে বলে ঘোষনা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। টেলিভিশনে দেয়া এক ভাষণে নওয়াজ শরিফ বলেন, প্রত্যেকটি রক্তের ফোটা হিসাব করে এর প্রতিশোধ নেয়া হবে। যতক্ষণ পর্যন্ত বদলা নেয়া শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলেও জানান নওয়াজ শরিফ। ইস্টার সানডের দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো ওই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে।