প্রথম বারের মত দেশে হাম্বা শো অনুষ্ঠিত
Comments are closedদেশে এই প্রথমবারের মত অনুষ্ঠিত হল হাম্বা শো। রাতে রাজধানীতে এ শো’র আয়োজন করে ড্যানিশ ডেইরি ফার্ম। অনুষ্ঠানে প্রদর্শন করা হয় ড্যানিশ ডেইরি ফার্মের উন্নত মানের গরু। এসব গরু পরবর্তিতে উপস্থিত দর্শকদের মাঝে নিলামে উঠানো হয়। প্রতিষ্ঠানটির নির্বাহি পরিচালক আজিজ আল মাহমুদ মিঠু জানান, আসন্ন ঈদ উপলক্ষে ড্যানিশের এ ব্যাতিক্রমধর্মী উদ্যোগ দেশের জনগনকে সুস্থ পশু কোরবানি দিতে উৎসাহিত করবে।