প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের বিধি ভঙ্গ করেছেন: অভিযোগ বিএনপির
Comments are closedশরিয়তপুর সদর পৌরসভায় একাধিক প্রর্থীকে মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম নির্বাচনি বিধি ভঙ্গ করেছেন, এমনটাই অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলের চেয়ারপারশনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। বলেন, পৌরসভাটিতে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে রফিকুল ইসলাম কতোয়াল নামের এক ব্যক্তিকে মনোনেয়ন দেওয়া হয়। পরবর্তীতে কমিশনের যাছাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল হলে প্রধানমন্ত্রী অন্য আরেকজনকে মনোনয়ন দিতে কমিশনকে চিঠি দেয় এবং তাকে মনোনয়ন দেওয়া হয়। যা নির্বাচন কমিশনের বিধি ১২-এ পরিপন্থী বলেও মন্তব্য করেন ফখরুল।