প্রবীর সিকদারের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা
Comments are closedসাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে ফরিদপুরে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে। ফেইসবুকে লেখার মাধ্যমে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ণের অভিযোগে গতরাতে জেলার কোতোয়ালি থানায় মামলাটি করা হয়। এর আগে সন্ধ্যায় রাজধানীর ইন্দিরা রোডে প্রবীর সিকদারের অনলাইন পত্রিকা উত্তরাধীকার ৭১ নিউজ অফিস থেকে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। জনকণ্ঠে থাকাকালীন সেই রাজাকার শিরোনামে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর তিনি হামলার শিকার হন বলে অভিযোগ করে আসছিলেন প্রবীর সিকদার।