প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইউজিসির সহকারী পরিচালকসহ আটক ৩
Comments are closedমেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজসহ ৩ জনকে আটক করেছেন র্যাব। আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাববের মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান,রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এর আগে সকালে সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীসহ সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৪ সরকারি মেডিকেল কলেজের অধীনে তিন হাজার সাতশ ৪৪টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ৮৪ হাজার সাতশ ৮৪ শিক্ষার্থীরা।