প্রার্থিতা ফিরে পেয়েছেন দেড় শতাধিক প্রার্থী
Comments are closedপৌর নির্বাচনে হাইকোর্টে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন মনোনয়নপত্র বাতিল হওয়া দেড় শতাধিক প্রার্থী । এর মধ্যে সাত-আটজন মেয়র প্রার্থী আছেন। তবে তাদের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন-ইসি। সকালে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, ২৩৪টি পৌরসভায় বাছাইয়ে মেয়র পদে ১৫৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়। তাদের মধ্যে বিএনপির ১৬ জন প্রার্থী আছেন। এর চেয়ে কয়েক গুণ বেশি আছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বাকিরা অন্যান্য দলের। অভিযোগ আছে, নিয়মবহির্ভূতভাবে ফেনী, চাঁদপুর, সিলেট, শরীয়তপুর, কুমিল্লাসহ কয়েকটি জেলায় প্রতিপক্ষ প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে কাউন্সিলর পদে ৫৮১ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫৯ জনের মনোনয়নপত্র।