প্রীতি ম্যাচে ব্রাজিলের জয়
Comments are closedআন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ১-০ গোলে হারিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের নিউজার্সির রেডবুল এরিনাতে দলের হয়ে একমাত্র গোলটি করেন হাল্ক। এদিকে, ২০১৬ ইউরো ফুটবলের বাছাই পর্বে রাত ১০টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তুরস্ক। রাত পৌনে একটায় মাঠে নামবে ইতালি ও বুলগেরিয়া। দুটি খেলাই সরাসরি দেখাবে সনি কিক্স। একই সময়ে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে সাইপ্রাস।