প্রীতি ম্যাচে রাতে মুখোমুখি ইংল্যান্ড-নেদারল্যান্ডস
Comments are closedআন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইংল্যান্ড। খেলা শুরু রাত ১টায়। সরাসরি দেখা যাবে সনি সিক্স এর পর্দায়। একই সময়ে ইতালি খেলবে জার্মানির বিপক্ষে। এই খেলাটি দেখাবে সনি ইএসপিএন।