প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না জো বাইডেন
Comments are closedআগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থিতার লড়াইয়ে নামছেন না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক ব্রিফিং এ স্পষ্ট করেই তিনি বলেন, নির্বাচনী প্রচারণা চালানোর মতো সময় তার হাতে নেই। এসময় প্রেসিডেন্ট বারাক ওবামাও তার পাশেই ছিলেন। আর এতে করে আরও গতি পেয়েছে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা। ডেমোক্র্যাট প্রার্থিতার দৌড়ে এখনো পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন, আর তারপরই রয়েছেন বার্নি স্যান্ডার্স।