প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট বিলুপ্তির ঘোষণা দিয়েছে তুরস্ক
Comments are closedতুরস্কে এর্দোয়ান সরকারের ব্যাপক দমন অভিযানের মাঝে দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট বিলুপ্ত করে দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম। একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, তুরস্কে ভবিষ্যতে আর প্রেসিডেন্সিয়াল রেজিমেন্ট থাকবে না। কারণ এর কোনও প্রয়োজন নেই। এই তুরস্কে গত সপ্তাহের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনীর অন্তত তিনশো সদস্যকে আটক করা হয়েছে।
এদিকে, তুরস্কে আটক এক হাজার দুইশ সেনাসদস্যকে মুক্তি দেয়া হয়েছে। অভ্যুত্থানের পর এই প্রথম প্রধান সন্দেহভাজন আটকদের মুক্তি দেয়া হয়েছে বলে জানান আঙ্কারার প্রধান প্রসিকিউটর হারুন কোদালাক। তিনি বলেন, সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত নন এমন কর্মকর্তাদের দ্রুত চিহ্নিত করা হচ্ছে। তবে সেনা অভ্যুত্থান চেষ্টার নিন্দা জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো।