ফখরুলসহ ২৩ নেতা-কর্মীর অভিযোগ গঠনের শুনানি ২১ সেপ্টেম্বর
Comments are closedবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আসামি পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান এ দিন ধার্য করেন। ২০১৩ সালের ২ মার্চ হরতালে রাজধানীর শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ওই মামলা করে পুলিশ।