ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগের শুনানি ১৭ নভেম্বর
Comments are closedযাত্রাবাড়ী থানায় নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। সকালে ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর রাজের আদালত এই দিন ধার্য করেন। এদিকে, নাশকতার চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে আবারও চারদিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে, চার দফায় মোট ১২ দিনের রিমান্ডে দেয়া হলো শওকত মাহমুদকে।