ফখরুল সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন ২৩ নভেম্বর
Comments are closedশাহাজানপুর থানায় নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের পরবর্তী দিন আগামি ২৩ নভেম্বর ধার্য করেছে আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান এ দিন ধার্য করেন। অন্যদিকে, মিরপুর থানায় নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ ৪২ জনের বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ আগামি বছরের ৩রা ফ্রেবুয়ারি ধার্য করেছে আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম কামরুল হোসেন মোল্লা চার্জ গঠনের পরবর্তী এ দিন ধার্য করেন।