ফলাফল মিলবে এসএমএস ও ওয়েবসাইটে
Comments are closedসংশ্লিষ্ট কলেজ ছাড়াও অনলাইনে ফল পাওয়া যাচ্ছ। সেজন্য লগ ইন করুন www.educationboard.gov.bd-এই ওয়েব সাইটে। এছাড়া মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে ফল পেতে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন HSC স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস রোল নম্বর, স্পেস 2015 লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। আলিমের ফলাফলের জন্য ALIM লিখে স্পেস দিয়ে MAD স্পেস রোল নম্বর স্পেস 2015 লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। আর ভোকেশনালের জন্য HSC লিখে স্পেস TEC স্পেস, রোল নম্বর, স্পেস 2015 লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। ফিরতি এসএমএসে পেয়ে যাবেন ফলাফল।