ফাইনালে মুখোমুখি ফেদেরার ও জোকোভিচ
Comments are closedউইম্বলডনে ছেলেদের এককের ফাইনালে কাল মুখোমুখি হবেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। দ্রুপদী এই লড়াই শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। দেখাবে স্টার স্পোর্টস-টু। এর আগে, প্রথম সেমিফাইনালে রিচার্ড গ্যাসকুয়েটকে হারিয়ে পঞ্চমবারের মত গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন জোকোভিচ। অন্য সেমিফাইনালে অ্যান্ডি মারেকে পরাজিত করে ১১ বার ফাইনালে ওঠার রেকর্ড করেন ফেদেরার।