ফাদার বকুল রোজারিও আর নেই
Comments are closedনটরডেম কলেজের সাবেক ভাইস-প্রিন্সিপাল এবং নটরডেম কলেজের ময়মনসিংহ শাখার প্রিন্সিপাল ফাদার বকুল রোজারিও আর নেই। শুক্রবার সকালে তিনি মারা গেছেন। আগামী সোমবার সকালে তেঁজগাও গীর্জায় অন্তেষ্টিক্রিয়া শেষে টঙ্গীর ভাদুনে তাকে সমাহিত করা হবে। এর আগে আগামীকাল ফাদার বকুলের মরদেহ নিয়ে যাওয়া হবে ময়মনসিংহের নটরডেম কলেজে। পরদিন রোববার মরদেহ নিয়ে যাওয়া হবে তার নিজ গ্রাম নবাবগঞ্জের বান্দুরাতে। ফাদার বকুলের মৃত্যুতে গভীর শোকার্ত নটরডেম কলেজের শিক্ষক এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।