ফিফার সভাপতি পদে নির্বাচন আজ
Comments are closedবিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রন সংস্থা ফিফার সভাপতি পদে নির্বাচন আজ। সুইজারল্যান্ডের জুরিখে স্থানীয় সময় বিকেল ৫ টায় শুরু ভোটগ্রহণ। ফিফার ইতিহাসে সবচেয়ে আলোচিত এই নির্বাচনে সংস্থাটির ভার নিতে যাচ্ছেন কে- তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। সভাপতি নির্বাচন ছাড়াও ফিফাকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কিছু সংশোধনী প্রস্তাবেও ভোট দেবেন সদস্যরা। নির্বাচনে প্রার্থী হিসেবে থাকছেন বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা,উয়েফার বর্তমান মহাসচিব জিয়ান্নি ইনফান্তিনো,সাউথ আফ্রিকার টোকিও সেক্সওয়েল, ফিফার সাবেক মহাসচিব জেরোম শ্যাম্পেন ও জর্ডানের প্রিন্স আলী বিন আল-হুসেইন।