ফিফার সাত কর্মকর্তাকে এফবিআইয়ের কাছে হস্তান্তরের অনুরোধ
Comments are closedদুর্নীতির দায়ে গ্রেপ্তার হওয়া ফিফার সাত কর্মকর্তাকে এফবিআইয়ের কাছে হস্তান্তর করতে সুইজারল্যান্ডকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সুইস ফেডারেল অফিস অফ জাস্টিজ-এফওজেকে আনুষ্ঠানিক পত্রও পাঠিয়েছে তারা। তবে এফওজে জানিয়েছে, আটককৃত ৭ ফিফা কর্মকর্তাকে আদালতে নেয়ার পর তাদের আইনজীবিদের শুনানির পর হস্তান্তরের বিষয়টি বিবেচনা করা হবে। গত ৭ই মে সুইজারল্যান্ডের একটি হোটেল থেকে দুর্নীতির দায়ে অভিযুক্ত সাত ফিফা কর্মাকতাকে গ্রেপ্তার করে সুইজারল্যান্ড পুলিশ। যার মধ্যে রয়েছেন ফিফার ভাইস প্রেসিডেন্ড জেফ্রি ওয়েব।