ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে মেসিরা
Comments are closedইংলিশ প্রিমিয়ার লীগে সন্ধ্যায় পয়েন্ট টেবিলের সাত নম্বরে থাকা ওয়ার্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে পয়েন্টের নয় নম্বরে থাকা ইংলিশ জায়ান্ট লিভারপুল। ভিকারেস রোড স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়। আরেক ম্যাচে রাত ১০ টায় পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে থাকা ওয়েস্ট হামের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের নিচের সারিতে থাকা সুয়ানসি সিটি। দু’টি খেলাই সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-৪। এদিকে, ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিভার প্লেটের বিপক্ষে আজ মাঠে নামবে মেসি-নেইমার-সুয়ারেজের বার্সেলোনা। ওয়াকাহামার নিসান স্টেডিয়ামে খেলা শুরু বিকেল সাড়ে ৪টায়, সরাসরি দেখাবে প্রাইম ও নিও স্পোর্টস।