ফিলিপাইনে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন। শুক্রবার রাতে দাভাও শহরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও ৪ জন। এদিকে, হামলার পর বিস্ফোরণস্থল পরিদর্শন করেন, দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তে।