ফেরত দিতে চাইলে নিতে হবে : হাইকোর্ট
Comments are closedব্রাজিল থেকে আমদানি করা গম যেটুকু বিতরণ করা হয়েছে, কেউ তা ফেরত দিতে চাইলে সরকারকে তা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে দুপুরে কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গম আমদানিতে দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে গত ২৯ জুন জনস্বার্থে রিট আবেদনটি করেন আইনজীবী পাভেল মিয়া।