ফেলানীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ
Comments are closedভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানীর পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে ক্ষতিপূরণের এই অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়। ফেলানী হত্যা মামলার আইনজীবী ও কুড়িগ্রামের সরকারি কৌঁসুলি এস এম আব্রাহাম লিংকন একথা জানান। তবে ফেলানীর বাবা নুরুল ইসলাম বলেন, টাকা দিয়ে মেয়েকে ফিরে পাওয়া যাবে না। হত্যার বিচার টাকা দিয়ে হয় না। বাবা হিসেবে মেয়ের হত্যার বিচারের দাবি জানান নুরুল ইসলাম। ফেলানী হত্যাকাণ্ডের বিষয়ে দেশ-বিদেশের গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হওয়ায় ভারতের জাতীয় মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত হয়ে কেন্দ্রীয় সরকারকে ছয় সপ্তাহের মধ্যে এ অর্থ পরিশোধ করার নির্দেশ দিয়েছে বলেও জানান আব্রাহাম লিংকন।