ফেলানী হত্যার পুনঃর্বিচারের আশ্বাস বিএসএফ’র
Comments are closedনতুন আদালত গঠন করে ফেলানী হত্যার পুনঃর্বিচারের আশ্বাস দিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র মহাপরিচালক। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভারতের নয়াদিল্লিতে সীমান্ত সম্মেলনে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এ বিষয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়। ফেলানী ইস্যুতে বিএসএফ মহাপরিচালক ডি কে পাঠান জানান, নিম্ন আদালতের রায় এখনও অনুমোদন করেননি তিনি। যদি ফেলানীর পরিবার রায়ে সংক্ষুব্ধ হয় এবং বিএসএফকে সে বিষয়ে অবহিত করে তাহলে নতুন বিচারকদের সমন্বয়ে নতুনভাবে আদালত গঠন করে বিচার কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।