ফেলানী হত্যায় বাবাকে দায়ি করছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়
Comments are closedকুড়িগ্রামে ফেলানী হত্যাকাণ্ডের জন্য তার পিতা নুরুল ইসলামকে দায়ি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়। গেল সোমবার দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের দেয়া ক্ষতিপূরণের নির্দেশের জবাবে এ মন্তব্য করেছে মন্ত্রণালয়টি। চিঠিতে আরও বলা হয়, ফেলানীকে নিয়ে তার বাবা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে ফেলানীর বাবার আইনজীবি ও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রহাম লিংকন জানান, সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় ফেলানী হত্যাকান্ডে বিএসএফ সদস্য অমিয় ঘোষকে অভিযোগ থেকে আড়াল করতেই এমন জবাব দিয়েছে। এর আগে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন ফেলানী হত্যাকাণ্ডে তার পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়। এ অর্থ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রদানের নির্দেশ দেয়া হয়।