ফ্রান্সের প্যারিসে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন
Comments are closedফ্রান্সের রাজধানী প্যারিসে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। বিশ্বের দেড়শ টি দেশের নেতারা ওই সম্মেলনে যোগ দেবেন। এদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রয়েছেন। এদিকে, জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ঘিরে বিশ্বব্যাপী প্রতীকী প্রতিবাদ র্যালী করেছে বিভিন্ন দেশের পরিবেশবাদীরা। পরিবেশ বিপর্যয় ঠেকাতে বিশ্বনেতাদের একটি কার্যকর চুক্তির দাবি জানিয়েছেন তারা ।
এদিকে, জলবায়ু সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবতরন করেই থিয়েটার হল বাতাক্লয়ে ছুটে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সম্মান জানাতে স্থানীয় সময় মধ্যরাতে বাতাক্লঁয়ে পৌছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।