বঙ্গবন্ধুর খুনীদের ফেরত দিতে মুক্তিযুদ্ধ মন্ত্রীর আহবান
Comments are closedজিয়া পরিবার এখনো বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের খুনীদের আশ্রয়দাতা দেশ যুক্তরাষ্ট্র ও কানাডাকে খুনিদের ফেরত দিতে আহবান জানান তিনি। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া ঐক্যের রাজনীতির কথা বলে জাতির সঙ্গে তামাশা করছেন। তাই প্রতিহিংসার রাজনীতি থেকে বিএনপি চেয়ারপারসনকে বেরিয়ে আসারও আহবান জানান হাছান মাহমুদ।