বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
Comments are closedশুরু হল শোকের মাস আগষ্ট। দিনের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃষ্টির বাধা উপেক্ষা করে রাত ১২টা ০১ মিনিটে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নীরবতা পালন করেন তারা। এরপর দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টুঙ্গীপাড়ায় জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় বঙ্গবন্ধুর পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান নেতারা।