বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনে ফ্রান্সের সঙ্গে চুক্তি সই
Comments are closedমহাকাশে পাড়ি জমানোর পথে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের লক্ষে ফ্রান্সের মহাকাশ সংস্থা থ্যালাস অ্যালেনিয়া স্পেসের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। চুক্তি অনুযায়ি ১ হাজার ৯৫১ কোটি ৭৫ লাখ ব্যয়ে প্রতিষ্ঠানটি থেকে স্যাটেলাইট সিস্টেম ক্রয় করবে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বিটিআরসি চেয়ারম্যান চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, যতদ্রুত সম্ভব বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প বাস্তবায়ন করা হবে।