বঙ্গবাহাদুরের মৃত্যুর ঘটনায় সরকারকে লিগ্যাল নোটিশ
Comments are closedভারতের আসাম থেকে আসা হাতি বঙ্গবাহাদুরের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি ঘটনের জন্য সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন, সুপ্রিম কোটের আইনজীবী ইউনূস আলী আকন্দ। সকালে সংশ্লিষ্ট বিভাগে এই লিগেল নোটিশ পাঠান তিনি। যেখানে উল্লেখ করা হয়, সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা ও অবহেলার কারনেই হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে। তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানানো হয়। ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে রিট পিটিশনের কথাও জানান এই আইনজীবী।