বলিভিয়াকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
Comments are closedআন্তর্জাতিক প্রীতিম্যাচে বলিভিয়াকে ৭-০ ব্যবধানে হারিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে, মেসি, আগুয়েরো ও লাভেজ্জির জোড়া গোল আর কোরেরার গোলে বলিভিয়াকে ৭-০ গোলের বন্যায় ভাসিয়েছে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা । আমেরিকার মাটিতে আগামী ৯ই সেপ্টেম্বর প্রীতিম্যাচে মেক্সিকোর বিপেক্ষ মাঠে নামবে আর্জেন্টিনা । এদিকে, ইউরো ফুটবলের বাছাই পর্বে রাতে মাঠে নামবে ইংল্যান্ড ও সানম্যারিনো । খেলা শুরু হবে রাত দশটায় । এছাড়া স্পেন খেলবে স্লোভাকিয়ার বিপক্ষে। খেলা শুরু হবে পৌনে একটায়, দুটো খেলাই সরাসরি সম্প্রচার করবে সনি কিক্স।