বসুন্ধরা সিটির আগুন নিয়ন্ত্রণে;পাঁচ সদস্যের কমিটি গঠন
Comments are closedরাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভবনটি ঝুঁকিমুক্ত বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান। ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট প্রায় নয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একজন দমকল কর্মীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এর আগে রোববার সকাল এগারোটার দিকে ছয় তলার সি ব্লকে একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ থেকে ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দোকান মালিক সমিতি। ঘটনাতদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।