বাঁশখালীতে চারজন নিহত হওয়ার ঘটনায় তিন মামলা
Comments are closedচট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় তিনটি মামলা হয়েছে। এর মধ্য ৫৭ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় একটি মামলা করেছে পুলিশ। অন্যদিকে, নিহতদের স্বজনদের করা দুই মামলায় ৩ হাজার জনের বেশি আসামি করা হয়েছে। এঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশিদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। বাঁশখালীর গণ্ডামারায় গতকাল বিকেলে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে নির্মাণ প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে চার জন নিহত হয় এবং ১১ পুলিশসহ আহত হন অর্ধশতাধিক এলাকাবাসী।