বাংলাদেশের উন্নতি নিয়ে প্রতিবেদন প্রকাশ –ডব্লিউইএফ’র
Comments are closedঅর্থনৈতিক অংশগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও রাজনীতিতে নারী-পুরুষ সমতা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি অভূতপূর্ব, জানিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম-ডব্লিউইএফ। তারা নারীর উন্নয়নে বাংলাদেশকে একটি আদর্শ দেশ হিসেবে চিহ্নিত করেছে। ২০১৪ সালে ডব্লিউইএফ’র লিঙ্গ বৈষম্য সূচকের বার্ষিক প্রতিবেদনে ১৪২ দেশের মধ্যে ৬৮তম স্থান দখল করে বাংলাদেশ। ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫। শুধু তাই নয়, সম্প্রতি ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের প্রতিযোগিতামূলক সূচকে দুই ধাপ এগিয়েছে গণতান্ত্রিক এ দেশটি।