বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে সহায়তা করবে যুক্তরাষ্ট্র
Comments are closedতৈরি পোশাক শিল্পের উন্নয়নে বাংলাদেশকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত কর্মীদের অবস্থা সম্পর্কে তাদের দেশের ক্রেতারা জানতে চায় বলেও উল্লেখ করেন বার্নিকাট। এসময়, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের অবস্থানের প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।