দক্ষিণ আফ্রিকা সফরের ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি
Comments are closedদক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে আজ সকাল থেকে মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের অনুশীলন ক্যাম্প।এদিকে গতকাল শুভাগত হোমকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ‘এ’ দল । সফরে দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ খেলবে শুভাগত-সৌম্যরা। দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে ৩০ অক্টোবর জিম্বাবুয়ে যাবে ‘এ’ দল ।পরে জিম্বাবুয়ে গিয়ে তাদের ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।