‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০১৫’ শুরু
Comments are closedশিল্পকলা একাডেমির উদ্যোগে ঢাকাসহ দেশের সব জেলা শহরে আজ থেকে একযোগে শুরু হচ্ছে ১৫ দিন ব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০১৫’। ২৪ ডিসেম্বর পর্যন্ত এ উৎসবে ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং একাডেমির সব জেলা কার্যালয়ে একযোগে একই ধরনের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রদর্শনীতে দেশের সমকালীন চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র দেখানো হবে। এছাড়া সব বিভাগীয় শহরে মত বিনিময় সভা হবে।