বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিপিএল’র তৃতীয় আসরের খেলা শুরু হবে আজ
Comments are closedআজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিপিএল’র তৃতীয় আসর। মিরপুরের হোম অব ক্রিকেটে দুপুর ২টায় প্রথম ম্যাচে সাকিবের রংপুর রাইডার্স মুখোমুখি হবে তামিমের চিটাগং ভাইকিংসের। পরের ম্যাচে পৌনে ৭টায় কুমার সাঙ্গকারার ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে মশিরাফির কুমিল্লা ভিক্টোরিয়ার্স। এর আগে গতকাল সংবাদ সম্মেলনে চিটাগংয়ে জিয়াউর রহমান বলেন, তারা অনেক দিন ধরে একসঙ্গে অনুশীলন করায় দলে বোঝাপড়া বেড়েছে।